ঢাকায় সমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩, ১০:২৯ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২২:০৮

৯-১৮ অক্টোবর ৫ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোডমার্চ কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ।

কয়েক ধাপে চলছে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচি। চলমান ধাপে ১৫ দিনের কর্মসূচি শুরু হয় ১৯ সেপ্টেম্বর থেকে। যেটি শেষ হয় বৃহস্পতিবার (৫ অক্টোবর) রোডমার্চের মধ্যে দিয়ে চট্টগ্রামে। বৃহস্পতিবার কুমিল্লা থেকে রোডমার্চ শুরু হয়ে চট্টগ্রামে কাজীর দেউড়ি মোড় নাসিমন ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত