ড. ইউনূসকে নিয়ে সরকার কেন সমালোচনার মুখে পড়বে, প্রশ্ন কাদেরের
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৫:২৭ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজার রায় নিয়ে সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ড. ইউনুসের মামলার রায়ের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু বলতে চাই, আপনি, আপনার স্ট্যাটাস, আপনার পজিশন, আপনার ব্যক্তিত্বের উচ্চতা এইগুলো কি আইনের ঊর্ধ্বে? যার কথা বললেন, ড. ইউনুস সাহেব, ইনি আইন-আদালতের ঊর্ধ্বে?’
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. ইউনুসকে নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তাকে কি আওয়ামী লীগ শাস্তি দিয়েছে? যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছে তাদেরই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে সরকারের কী করণীয় আছে? সরকার কেন এখানে সমালোচনার সম্মুখীন হবে? এইটা তো যথাযথ নয়।’
জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাচ্ছে কি না এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সঙ্গে তাদের কোনো টানাপোড়েন নেই, কেন সরে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের খুব ভালোভাবে আলাপ-আলোচনা হয়েছে। ভালো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা পরস্পরের সহযোগী হব। এবং ভালো নির্বাচন করার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি। এখানে কোনো টানাপোড়েন নেই, ঝগড়াঝাটিও নেই।
‘প্রতিদিনই আমরা কথা বলছি। আমরা কেউ কি কারও বিরুদ্ধে বলছি? আমরা কোন দলের সমালোচনা করছি? আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত বা মিমাংসাটা কেন করলাম? মিমাংসাটা ভেঙে দিতে? এখন কে কি কখন মনে করবেন সেটা তাদের ইচ্ছা। আমার মনে হয় না দলগতভাবে তারা সরে দাঁড়াবে। এমন সিদ্ধান্ত তাদের দলের নাই।’-বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যে পাঁচজন সরে গেছে সেগুলো কম্প্রোমাইজের সিট না। জাতীয় পার্টির ইতিহাস দেখেন, নির্বাচনে তাদের আসন সংখ্যা দেখতে পারেন। তারা তো সরকার গঠনের ধারেকাছেও যায় না। কোন কোন প্রার্থী তাদের অসুবিধার জন্য করতে পারছে না সেটা তাদের ব্যর্থতা।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত