ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ জুলাই ২০২২, ১০:৪৯ |  আপডেট  : ১৩ মে ২০২৪, ১৮:১৩

ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ ঘটনায় ঘটে।

কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন জানিয়েছেন, ওই বন্দুকধারীর বয়স ২২ বছর। এটি সন্ত্রাসবাদের উদ্দেশে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এক ডেনিশ সম্প্রচারমাধ্যমকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার আগেই তিনি কেনাকাটার জন্য ফিল্ডস শপিংমলে যান। এসময় সঙ্গে তার পরিবার ছিল। তিনি যখন একটি পোশাকের দোকানে ছিলেন, তখন প্রথম গুলির আওয়াজ শুনতে পান। শব্দের তীব্রতা এতই ছিল যে মনে হচ্ছিল দোকানের পাশেই গুলি চালানো হচ্ছিল।

হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় আতঙ্কিত মানুষজনকে মল থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত