ডেনমার্কের যুবরাজ ফ্রেডরিক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৬:০৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

যুবরাজ ফ্রেডরিক

নতুন বছরের প্রথমদিন আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানী মার্গরেথ। আজ সোমবার টেলিভিশনে লাইভে নিজের পদত্যাগের কথা জানান ৫২ বছর ধরে সিংহাসনের আসীন দ্বিতীয় মার্গরেথ। রানীর পদত্যাগে দেশটির রাজা হতে যাচ্ছেন তার ছেলে যুবরাজ ফ্রেডরিক।

ডেনমার্কের কিং-টু-বি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে রবিবার (১ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ডেনমার্কের কিং-টু-বি সম্পর্কে যা যা বললো বিবিসি:

১৯৯০ এর দশকের গোড়ার দিকে ডেনমার্কে ‘পার্টি প্রিন্স’ হিসেবে পরিচিত ছিলেন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক। তবে ১৯৯৫ সালে আরহাস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর, তার সম্পর্কে সবার এমন ধারণাগুলো পাল্টাতে শুরু করে। তিনিই প্রথম ডেনিশ রাজকীয় ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করেছিলেন।

ছাত্রজীবনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে ছিলেন ফ্রেডেরিক। সেখানে তিনি ফ্রেডেরিক হেনরিকসেন ছদ্মনামে ভর্তি হয়েছিলেন। পরে ডেনিশ নৌবাহিনীতে কাজ করেন। ২০০০ সালে ৫৫ বছর বয়সে গ্রিনল্যান্ডে চার মাসের স্কি অভিযানে অংশ নিয়েছিলেন ফ্রেডেরিক। তখন তাকে ‘ডেয়ারডেভিল’ উপাধি দেওয়া হয়েছিলো। এসময় স্লেজিং এবং স্কুটার দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। একবার তিনি বলেছিলেন, সিংহাসনে বসার পরও নিয়মিত স্কি প্র্যাক্টিস চালিয়ে যাবেন। তিনি বলছিলেন, ‘আমি নিজেকে একটি দুর্গে বন্দী করতে চাই না। আমি আমার মতো—একজন সাধারণ মানুষের মতো হতে চাই।

ক্রাউন প্রিন্স ফ্রেডরিকও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মতো পরিবেশ নিয়ে তার সচেতনার জন্য বেশ পরিচিত। ভবিষ্যতে তিনি ডেনমার্ককে সঠিক পথে পরিচালিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

যুবরাজ ফ্রেডরিকের স্ত্রী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত প্রিন্সেস মেরি। তাসমানিয়া দ্বীপে বড় হয়েছেন তিনি। ২০০০ সালে অলিম্পিক গেমসের সময় সিডনির একটি বারে তাদের দেখা হয়। তখন থেকে যুবরাজের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন প্রিন্সেস মেরি।

অনেকেই এই দম্পতিকে আধুনিক মূল্যবোধের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখেন। তাদের ঘরে এক কন্যা, পুত্র এবং একটি যমজসহ মোট চার সন্তান রয়েছে। তাদেরকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে লালন-পালন করার চেষ্টা করেছেন রাজকীয় এই দম্পতি। শিক্ষাদানের জন্য সন্তানদেরকে প্রধানত রাষ্ট্রীয় বিদ্যালয়ে পাঠাচ্ছেন তারা।

ব্রিটিশ রাজকীয় ঐতিহ্যের মতো ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের জন্য আনুষ্ঠানিক মুকুট পরানো অনুষ্ঠান হবে না। এর পরিবর্তে সেদিন কোপেনহেগেনের অ্যামালিয়ানবর্গ ক্যাসেল থেকে তার সিংহাসন আরোহণের ঘোষণা দেওয়া হবে। একটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে তিনি ডেনমার্কের রাজা এবং দেশটির রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত