ডেঙ্গু পরিস্থিতির অবনতি; একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৯:৩০ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ১৪:১৩

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনের হিসেবে রেকর্ডসংখ্যক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রোববার। এ নিয়ে চলতি বছর অক্টোবরে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৮১ জনের। অক্টোবর মাসে সাধারণ ডেঙ্গুর প্রকোপ কমে আসে। তবে এই মাসেই ভয়াবহ আকার ধারণ করেছে মশাবাহিত রোগটি। এর আগে অক্টোবরে ডেঙ্গুর এতো ভয়াবহতা দেখেনি দেশ।

রোববার (৩০ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। সবমিলিয়ে বর্তমানে ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত