কাজের অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত 

ডিসেম্বরের আগেই আগারগাঁও থেকে মতিঝিল ছুটবে মেট্রো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ মে ২০২৩, ২২:৫৫ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ২৩:১৫

ডিসেম্বরে নয় অক্টোবর অথবা নভেম্বরের মধ্যেই শুরু হতে যাচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল। শুরুতে ডিসেম্বরে এই পথ চালুর পরিকল্পনা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। সেই হিসেবেই চলছে প্রস্তুতি

কাজের অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক।

তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই পথে আছে মেট্রোরেলের সাতটি স্টেশন। সবগুলো স্টেশনের কাজই প্রায় শেষ দিকে। রেল লাইন ও বিদ্যুৎ লাইন বসেছে অনেক আগেই। এখন চলছে বিদ্যুৎ সংযোগ দেবার কাজ। ৭টি স্টেশনের মধ্যে ৪টি স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শেষ হয়েছে।

চলতি মাসের মধ্যেই বাকি ৩টি স্টেশনেও এই কাজ শেষ হবে। রেলে ওঠার আগের গেট,টিকেট চেকিং গেট ও ভেন্ডিং মেশিন বসানোর কাজও দ্রুতই শুরু হবে। জুনের মধ্যেই স্টেশনগুলোর অভ্যন্তরীণ সব কাজ শেষ হবে।

এম এ এন ছিদ্দীক বলেন, কিছু ইলেকট্রিকাল কাজ বাকি আছে। সবগুলো কাজ আমরা জুনের মধ্যে শেষ করতে পারবো। আমাদের টার্গেট, জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করানো।

লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে চলছে নানান পরীক্ষা। এর মধ্য দিয়েই বাণিজ্যিক চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল।

প্রকল্প পরিচালক জানান, কথা ছিলো ডিসেম্বরের মধ্যে পথটি উন্মুক্ত হবে। তবে কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের মধ্যেই আগারগাঁও থেকে মেট্রোরেল পর্যন্ত চলবে মেট্রোরেল। এর মধ্য দিয়ে উত্তরা থেকে ৪০ মিনিটেই মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারবে নগরবাসী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত