ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে শিবগঞ্জে ইউএনও’র প্রেস ব্রিফিং 

  রশিদুর রহমান  রানা শিবগঞ্জ ( বগুড়া)  প্রতিনিধি

প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ১৯:৪২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১১

বগুড়ার শিবগঞ্জে   ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে সাধারণ মানুষ যাতে  বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এ জন্য এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ইন্টারনেট সেবা সহ সরকারি অফিসের অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম গোলাম ছারোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্মতা টি.এম আব্দুল হামিদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, আবু জাফর মন্ডল, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, রশিদুর রহমান রানা, শফিউল আলম ডিউ, খালিদ হাসান, শাহাবুদ্দিন শিবলী  সোহেল রানা মিন্টু, সাজু মিয়া,   কামরুল হাসান প্রমুখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত