ডাঃ জামাল উদ্দিন মিন্টুর উদ্যোগে ১৫০ রোগীর ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১৮:৫৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩০

রংপুর মেডিকেল কলেজের রেজিষ্টার কাউনিয়ার কৃতি সন্তান ডাঃ জামাল উদ্দিন মিন্টুর ব্যাক্তিগত উদ্যোগে কাউনিয়ায় অবসর প্রাপ্ত শিক্ষকসহ বয়স্ক ১৫০ জন মানুষকে রবিবার ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেন। 

কাউনিয়া উপজেলা ক্যাম্পাসের পাশে সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত হৃদরোগ, ডায়াবেটিক, কিডনি সমস্যা, হাইপারটেনশনসহ বিভিন্ন জটিল রোগের ফ্রি পরীক্ষা নিরীক্ষাসহ স্বাস্থ্য সেবা প্রদান করেন। তাকে সহযোগিতা করেন ডাঃ ফিরোজ আহমেদ সহ ৭জন নার্স। এছারাও রোগিদের কাউনসিলিং করা হয়। কাউনিয়ায় ডাঃ জামাল উদ্দিন মিন্টুর ব্যাক্তিত এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়ে আগামীতেও এধরনের সেবা প্রদান অব্যাহত রাখার দাবী অনেকের। ডাঃ মিন্টু জানান, আমার বাবা একজন শিক্ষক ছিলেন তাই আমি শিক্ষকদের অগ্রাধিকার দিকে চেয়েছি। সকলের সহযোগিতা পেলে তিনি কাউনিয়ার মানুষের জন্য আরো ভাল কিছু করতে চান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত