ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

  দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

এদিন সকালে প্রচণ্ড ঘন-কুয়াশা থাকায় রেলগেট দেখা যাচ্ছিল না। আবার রেলগেটে কোন গেটম্যানও ছিল না। এসব কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে পার্বতীপুরের মধ্যপাড়া এলাকার হালিম সাহার ছেলে হাফিজুর রহমান সাহা (৪০)। বাকি দ ‘জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

গেটম্যান  সাইফুজ্জামান জানান, রেলগেটের বেরিয়ারটি  দুই তিন দিন থেকে নষ্ট হয়ে রয়েছে। চেইন টানা ছিল। কিন্তু দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারের চালক ওভারটেক করে রেল গেটের উপর উঠে যায়, ফলে দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকালে বিরামপুর রেলগেটে সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমিসহ একটি টিম ঘটনাস্থলে যাই। এ সময় আমরা জানতে পারি যে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুর রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে জয়পুরহাটগামী একটি প্রাইভেটকার রেলক্রসিংয়ের উপরে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও জানান, আমরা একজনের পরিচয় জানতে পেরেছি, বাকি দুজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তারা তিনজনই পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে কাজ করেন। তারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবার জন্য জয়পুরহাট যাচ্ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত