টেপামধুপুরে দোকানের টাকার বিবাদ বাড়ি ঘর ভাংচুর, আহত একজন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ২০:০১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১২:০৫

রংপুরের কউনিয়ায় দোকানের বাকি টাকা নিয়ে বিবাদের জের ধরে বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এঘটনায় আহত মহিলাকে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টেপামধুপুর হাটে মজনু মিয়ার পানের দোকানের পাওনা টাকা নিয়ে বিবাদ বাধে টেপামধুপুর ইউপির রাজীব দাংরীটারী গ্রামের সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির। এরই জের ধরে ওই রাতে সাইদুল ইসলামের খোঁজে রাজিব গ্রামের সফিকুলের বাড়িতে আসে একই এলাকার মজনু মিয়া, রানা মিয়া, আসিফ মিয়াসহ একদল দুর্বৃত্ত। বাড়ির গেটে এসে অকর্থ্য ভাষায় গালি গালাজ করলে সফিকুলের ইসলামের স্ত্রী মঞ্জীলা বেগম ও তার ছেলে শাকিল হোসেন গালি গালাজের কারণ জানতে চাইলে মজনু মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারপিট বাড়ি ঘর ভাংচুর করতে থাকে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে টেপামধুপুর বাজার থেকে সফিকুল ইসলাম বাড়িতে আসলে মজনু মিয়া তাকেও মারপিট করতে থাকে। পরে তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় দুর্বৃত্তরা বিছানার নিচে থাকা ৫০হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে সফিকুল ইসলাম স্থানীয় লোকজনের সহযোগিতায় তার স্ত্রী মঞ্জীলা বেগমকে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন। টেপামধুপুর ইউপি চেয়রম্যান রাশেদুল ইসলাম বলেন, আমি লোক মারফত ঘটনা শুনেছি। যেই এই ঘটনা ঘটিয়েছে ঠিক করে নাই। টেপামধুপুর ইউনিয়ন বিট ইনচার্জ কাউনিয়া থানার এসআই গনি বলেন, এব্যাপারে উভয় পক্ষ কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত