টেপামধুপুরে অগ্নিকান্ডে গরুসহ ঘর-বাড়ী পুড়ে ছাই
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৩:১৪
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামে অগ্নিকান্ডে ঘর-বাড়ী, গরু, বাদাম সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে কৃষক তোফাজ্জল হোসেনের বসত ঘর ও গোয়াল ঘর নিমিশেই আগুনে পুড়ে যায়। এসময় ঘরে থাকা ২০ মন বাদাম, ধান চাল, আসবাবপত্র, গোয়াল ঘরে থাকা ১টি গরু মারা যায় এবং ২টি গরু অগ্নি দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে জানায় ক্ষতি গ্রস্থ কৃষক তোফাজ্জল হোসেন। বর্তমানে তোফাজ্জলের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন ও টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত