টঙ্গীবাড়ীতে একসাথে তিন সন্তান জন্ম দিলেন মাহিয়া
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫
৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ২:৩০মিঃ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়নের অন্তর্গত বসাউল্লা, ফজুশাহ গ্ৰামের গৃহবধূ মাহিয়া (২৩) একসাথে তিনটি সন্তান জন্ম দিলেন ।উপজেলার ইউনাইটেড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন সন্তানের মা হলেন।
মিসেস মাহিয়া বেগম উপজেলার আড়িয়াল ইউনিয়নের বসাউল্লা, ফজুশাহ গ্ৰামের বাসিন্দা । বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান ।
ইউনাইটেড হাসপাতালে স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ আমেনা খাতুন তানিয়া বলেন, ‘ওই নারীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখি।রিপোর্টে উল্লেখ ছিল ওই নারীর গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। আমি গত কাল ৪ঠা সেপ্টেন্বর রোজ বুধবার রাত ২:৩০মিঃসিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। তিন নবজাতকের স্বাভাবিক ওজন ছিলো ২কেজি করে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত