টঙ্গিবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪
টঙ্গিবাড়ী - লৌহজং দুই উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ - ২ আসন, এবারও নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার কে - শিমুলিয়া ইউনিয়নের আলদী বাজারের দহ্মিন পাশে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কে- শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজ্বী মো: মজিবুর রহমান বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারন সম্পাদক কবির হালদার, উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আনিসুর রহমান বেপারী, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক মাতবর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শ্যামল গাজী, কবির সর্দার, হাবিবুর রহমান মাদবর, আনোয়ার হালদার,কবির হালদার, খোকন বেপারি, হামিদ গাজী, আকবর গাজী সহ ইউনিয়ন আ'লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, আওয়ামী লীগ কথা থেকে কাজে বিশ্বাসী, আ'লীগ পুনরায় আসুক এটা দেশের মানুষ চায়। দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখেছে ও মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে আওয়ামী লীগ। কোন সরকারের আমলে দেশে এত কাজ হয়নি, যে কাজ আ'লীগ করেছে। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় দেশের উন্নয়ন করার সুযোগ দিন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত