ঝরা পাতার দিনলিপি
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১০:২৮ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৯
শেখ ইকবাল হুসেন
-----------------------------
এই যে এতো যে জীবনের গাঁথুনী
কখনো হলুদ; কিম্বা লাল-বেগুনী,
তবু ফলানো কি হয় সব রঙে ?
মেহগনির সবুজ পাতা
খয়েড়ি লাল বর্ণে
লিখে রেখে যায় তার যৌবনের কথা ৷
মানুষ লিখতে জানে না—তার এপিটাফ !
উত্তরের হাওয়ায় দোল খায় বয়োবৃদ্ধ দেবদারু,
তার শিকড়ে লেগে থাকে মহাকালের কথা ৷
শ্রান্ত মহাকাল উপেক্ষা করে গেলে
শিরা-উপশিরা বলে ওঠে কথা
সাঙ্গ হোক তবে কালের পুতুল নাচ !
সাঙ্গ হোক... সাঙ্গ হোক...৷
মহাকাল তবু করে রাখে ঋণী
কালের খেয়ায় ...।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত