ঝরল আরও ৭ প্রাণ, হাসপাতালে নতুন ৩০২৭ ডেঙ্গু রোগী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন ঢাকার এবং বাকি তিনজন অন্যান্য জেলার বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জনে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত