জয় বাংলার জয়

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ১০:৩৬ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

পাশা মোস্তফা কামাল
---------------------------


চোখ খুলে যতবার দেখি ওই ছবি
আবেগের ফুল ফোটে, হয়ে উঠি কবি।

এ আমার বিজয়ের উঁচু করা শির
জল স্থল নীলাকাশ আর জলধির।

লড়ে যায় বাঙালিরা মানে না তো হার
এই কথা প্রমাণিত হয়েছে আবার। 

এ আমার গর্বিত হৃদয়ের ধন
দেশ জুড়ে আবেগের তোলে আলোড়ন।

আমরা তো পেয়ে গেছি স্বপ্নের দোর
আমাদের সামনেই নতুন এক ভোর।

দূর হয়ে গেছে যত মনে ছিল ভয়
প্রাণ খুলে গাও, জয় বাংলার জয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত