জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে আদমদীঘিতে এইচ.পি.ভি ক্যাম্পেইন উদ্বোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:১১ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৯

মাধ্যমিক স্কুল ও কমিউনিটি স্কুল পর্যায়ে কিশোরীদের জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এইচ.পি.ভি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, আবাসিক মেডিকাল অফিসার ডা: শেখ মাহবুবুর আহমেদ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি জানান, জড়ায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ৫ শ্রেনী থেকে ৯ শ্রেনি ও কমিউনিটি স্কুলের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের ১ ডোজ করে টিকা প্রদান করা হবে। এ উপজেলায় মোট আট হাজারের অধিক শিশুকন্যাদের এই টিকা প্রদানের লক্ষ্যমাত্র রয়েছে। আগামী ১৮দিন ব্যাপি এই কার্যক্রম চলবে। ভ্যাকসিন বা টিকা নেয়ার জন্য স্ব স্ব কিশোরীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রশন করে এই ভ্যাকসিন নেয়া যাবে। তিনি এ উপজেলার সকল কিশোরীদের এই টিকা গ্রহনের জন্য আহবান জানান।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত