জেলেনস্কির সঙ্গে ঋষি সুনাকের সাক্ষাৎ, সহায়তার প্রতিশ্রুতি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১০:২৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন ঋষি সুনাক। শনিবার (১৯ নভেম্বর) ঋষি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন টুইটারে। খবর আলজাজিরা।
যুদ্ধ চলাকালে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ঋষি।এ সময় ঋষি ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার জন্য ৫০ মিলিয়ন ইউরো প্রদানের প্রতিশ্রুতিও দেন। ঋষি সুনাক জানান, ইউক্রেনের জন্য তিনি গভীরভাবে মর্মাহত। যুক্তরাজ্য সবসময় ইউক্রেনের পাশে আছে বলেও আশ্বস্ত করেন।
অপরদিকে জেলেনস্কি বলেছেন, আজকের আলোচনায় আমরা ইউক্রেন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনার মতো বন্ধুরা আমাদের পাশে থাকায় আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত