জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট পঞ্চগড়ে বিচার বিভাগ চ্যাম্পিয়ন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১
পঞ্চগড়ে জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়েছে। গণপূর্ত বিভাগ দলকে ২-০ সেটে হারিয়ে বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়। শুক্রবার রাতে পঞ্চগড় অফিসার্স ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এজন্য ক্লাবের মাঠটিকে ইনডোর স্টেডিয়ামের মত দৃষ্টিনন্দন করে সাজানো হয়। পঞ্চগড় জেলা প্রশাসন বর্ণাঢ্য এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে জেলা প্রশামসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী, রানার আপসহ সকল অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা সরকারি কর্মচারীরা ২৪/৭ ঘন্টা জনগণের সেবায় প্রস্তুত থাকি, এর ফলে আমাদেরকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। চাপ থেকে সাময়িক মুক্তি পেতে, সবার জন্য একটু বিনোদনের ব্যবস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সৌহার্দ্যপ‚র্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। এ সময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, কনক কান্তি দাস, সদর উপজেলঅ নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।টুর্নামেন্টে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চারটি গ্রুপে দ্বৈতভাবে ১৬ টি দল অংশ নেয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত