জেলা পরিষদ নির্বাচন: মনোনয়নপত্র দাখিল করলেন মুনির চৌধুরী  

  শফিক স্বপন,  মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ২১:১৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২২:২৮

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর আস্থাভাজন মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর মাদারীপুরসহ দেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহনে দলীয় মনোনয়ন পেতে বুধবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন  মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল­া, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত