জুটি বেঁধেছে সিয়াম ও ফারিণ
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯
জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নতুন সিনেমা নিয়ে আসছেন। তার এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সিয়াম-ফারিণকে নিয়ে আরিয়ান নির্মাণ করলেন ‘পুনর্মিলন’ নামের সিনেমা। কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প এখানে উঠে আসবে। চরকিতে এটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম ও ফারিণ।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।
ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শককের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত