জামালপুর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬ |  আপডেট  : ৪ মে ২০২৫, ০৩:১৭

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পরে সংযোগ শেষে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়। পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ শেষে ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত