জামালপুরের সরিষাবাড়ী ১৩ গ্রামে ঈদ উদযাপন

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:৪৫ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৫, ০০:০২

প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৩ গ্রামের মানুষ আজ রবিবার (৩০ মার্চ ) সকালে ঈদের নামাজ আদায় করছেন। ব্যাপক উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ পুরুষের পাশাপাশি নারীরাও অংশ গ্রহণ করছেন।

সরিষাবাড়ী পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদুল ফিতর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় ১৩ গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন।

স্থানীয় এলাকাবাসীরা জানান, একমাস সিয়াম সাধনার পর একযোগে সোমবার (৩১মার্চ) ইসলাম ধর্মালম্বিদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সারা দেশে পালিত হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার দক্ষিণ বলারদিয়ার এলাকার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩ গ্রামের মানুষ ঈদুল ফিতর পালন করে থাকেন।

বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, যেহেতু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা রমজানের রোজা শুরু করে থাকি। তাই আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদযাপন করে থাকি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, প্রতি বছর এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় ১৩গ্রামের মানুষ তিনটি ঈদের জামাতে নামাজ আদায় করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত