জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৫:০৮ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকার সুনামি সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে সরে যাওয়া পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে জাপান সাগরের উপকূল বরাবর ১ মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪
স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, সুনামির ঢেউ ৫ মিটার বা প্রায় সাড়ে ১৬ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বলে আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন। জাপানের রাজধানী টোকিও থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানিয়েছেন টোকিওর স্থানীয় বাসিন্দারা।
এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত