জাপানে আসছে ঘূর্ণিঝড় 'নানমাডল', বিমান-ট্রেন চলাচল স্থগিত
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৭ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৭
জাপানের দক্ষিণের কিউশু দ্বীপে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাডল। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে হানা দিতে পারে এ ঘূর্ণিঝড়। শক্তিতে এটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরইমধ্যে জাপানের অনেক অংশে বিমান ও ট্রেন চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলোর চেয়ে নানমাডলের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।
ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ কিউশুতে কিছু বাড়ি ধসে পড়ার ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে বাসিন্দাদের মজবুত বিল্ডিংগুলোতে থাকতে এবং জানালা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্মকর্তারা। ঘূর্ণিঝড়ের ফলে দীর্ঘ সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পরিস্থিতির অবনতি হতে পারে।এ ছাড়া কাগোশিমা শহর থেকে প্রায় ৩৪ হাজার মানুষকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার বিকাল পর্যন্ত মিনামি-দাইতো দ্বীপের প্রায় ১৭০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান এবং ২০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়ের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সেইসঙ্গে ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাতও হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত