জাতীয় সমবায় দিবসে গাবতলীতে আলোচনা সভা ও সনদপত্র বিতরন

  আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)  

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৯:৩৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০১:১৬

‘সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি, সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই  শ্লোগানকে সামনে  রেখে বগুড়ার গাবতলীতে ৪নভেম্বর শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূঁইয়া পরিচালনায় বিশেষ অতিতির বক্তব্য রপাখেন সরকারী কমিশনার (ভূমি) গাবতলী মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস  চেয়ারম্যান  রেকসানা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহেদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উজ্জল কুমার ঘোষ, পাপিয়া রাজ্জাক, সীমা  বেগম, জুলফিকার রহমান শ্যামল প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন সমিতির সভাপতির হাতে ক্রেস্ট এবং নতুন একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত