জাতির পিতার সমাধিতে শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপির শ্রদ্ধা
মিজানুর রহমান মিজান, (নগরকান্দা - সালথা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১৭:৪৭ | আপডেট : ৫ নভেম্বর ২০২৫, ২১:০০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ-সদস্য (এমপি) শাহাদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার দুপুরে তিনি শতাধিক গাড়ি বহর সহ নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় লাবু চৌধুরীর নেতৃত্বে নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত