জাগো মানবতা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১০:৪৬ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫৬

নিতাই চন্দ্র দাস
-------------


বীর বাঙ্গালীর রক্তস্রোতে
বাংলার স্বাধীনতা
রক্তে খুঁজে পাইনি ধর্ম
কেন আজ বর্বরতা।

ধর্ম বর্ণের বিভেদ ভুলে
গড়েছি বাংলাদেশ
পাকরাজাকার দূর করেও
আজও কাটেনি রেষ।

স্বাধীন বাংলায় জ্বলছে আগুন
ধর্মের সহিংসতা
আদর্শেতো এক বাঙ্গালী
হটাও উন্মত্ততা।

বাংলা জুড়ে উড়ছে ওরে
দহন জ্বালার ছালি
গর্জে উঠো সুশীল সমাজ
ঝরাও মসির কালি।

সাম্প্রদায়িক সহিংসতায়
জ্বলছে আজও চিতা
এমন বাংলা চেয়েছো কি
তুমি জাতির পিতা!

সোনার বাংলার দীপ্ত শিখা
কারা নিভাতে চায়
দুঃসাহসের আগল ভেঙ্গে
ফিরে এসো বাংলায়।

সংখ‍্যা গুরু সংখ্যা লঘু
চাইনা ভেদাভেদ আর
ধর্মমত ভীন্ন হলেও
স্বাধীন রাষ্ট্র সবার।

সংখ্যা লঘু নির্যাতনে
ছাড়বোনা নিজ দেশ আর
ঐক্যবদ্ধ বজ্রকন্ঠে
রুখে দিবো বার বার।

সাম্প্রদায়িক রাষ্ট্র ধর্মে
বাড়ছে সহিংসতা
সম্প্রীতি হোক রাষ্ট্র ধর্ম
জাগো মানবতা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত