জাকের পার্টি জাতীয় রাজনীতিতে ডিসিশেন ফ্যাক্টর-জাকের পার্টির মহাসচিব
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৪৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬
জাকের পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে ছিলোনা অথবা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলেও ছিলোনা, জাকের পার্টি জাতীয় রাজনীতিতে ডিসিশেন ফ্যাক্টর। জুলাই বিপ্লবের মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি এবং সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
তিনি বুধবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে জেলা জাকের পার্টির কার্যালয়ে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা কর্মসূচির অধীনে মুন্সিগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে পরিনত করা হয়েছিলো। বিত্ত,বৈভব, সম্পদ এবং ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবেও পরিনত হয়েছিলো রাজনীতি। এ কারণে দেশের রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি থেকে চিরতরে আগ্রহ সরে যাচ্ছিলো। একইভাবে দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে অদম্য-মেধাবী সম্ভাবনাময়,দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরি হবে এবং একটি পক্রিয়ার মধ্য দিয়ে তারা জাতীয় নেতৃত্বে পরিনত হবে সেই ধারাও অপসারণ হয়েছিলো। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ধারার অবসান হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি আয়োজিত সাংগঠনিক সভায় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মমরেজ শেখের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত