জরায়ূর ক্যান্সাররোধে পঞ্চগড়ে ৫৭ হাজার ছাত্রী-কিশোরীকে টিকা দেওয়া হবে 

  পঞ্চগড় থেকে মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১৭:২৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯

জরায়ূর মূখে ক্যান্সার প্রতিরোধে পঞ্চগড়ে প্রায় ৫৭ হাজার ছাত্রী/কিশোরীকে এইচপিভি টিকা খাওয়ানো হবে। একডোজ এইচপিভি টিকানিন জরায়ূর মূখ ক্যান্সার রুখে দিন প্রতিপাদ্য নিয়ে  সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপি আই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এই টিকা কর্মসূচি পালন করছে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বুধবার (২৩অক্টোবর) দুপুরে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান। তার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. নিশাত আনজুম মারফি মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস পঞ্চগড়।

সিভিল সার্জন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি দেশে প্রথম টিকা কর্মসূচি। বেশি ডোজ নয় শুধুমাত্র একটি ডোজ দিলেই জরায়ূমূখ ক্যান্সার হওয়ার সুযোগ নাই। ৫ম শ্রেণি  থেকে ৯ম শ্রেণি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের এক ডোজ টিকা দেওয়া হবে। সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ূরমূখ ক্যান্সার ভাইরাস জনিত একটি প্রাণঘাতি রোগ।

পঞ্চগড় জেলায় মোট লক্ষ্যমাত্রা অনুযায়ি বুধবার দুপুর পর্যন্ত ১৫ হাজার ৭৩ জন নিবন্ধন করেছে। আগামিকাল বৃহষ্পতিবার সকালে পঞ্চগড় কালেক্টরেট স্কুলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। সংবাদ সম্মেলনে জেলার কর্মরত প্রিন্ট  , ইলেকট্রোনিক অনলাইন মিডিয়ার গন্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত