জরায়ূক্যান্সার প্রতিরোধে টিকা নিতে হবে -ডিসি পঞ্চগড় সাবেত আলী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১৮:০৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭
দেশ গঠনে আজকের শিশুদের সুস্থ শরীর ,সুস্থ মন নিয়ে বেড়ে ওঠতে হবে। তারাই আগামির উজ্জল ভবিষ্যত। এ জন্য জরায়ূর মূখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নিতে হবে। তার বিকল্প নাই।
বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) পঞ্চগড় কালেক্টরেট স্কুলে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী জরায়ূর মূখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এই প্রজন্মের শিশুরাই একদিন দেশ পরিচালনা করবেন। এটি একটি বিস্ময়কর উদ্ভাবন যার কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তাই সকল কিশোরীদের এটি গ্রহন করতে হবে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম (অর্থও প্রশাসন) (এসপি হিসেবে পদায়ন প্রাপ্ত) , ভিএইচ এস এফ পিও ডা. আফরোজা বেগম, জিএভি আই প্রতিনিধি শফিউল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার সিভল সার্জন াফিস পঞ্চগড় ডা. নিশাত অনুজমান মারফি প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত