জমি দখলের অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৭:০০ | আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
গাজীপুরে জোরপূর্বক জমির দখল নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ১৬ অক্টোবর বাদী কাজল ফকির গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হারুন অর রশিদকে প্রধান আসামি করে এই মামলা দায়ের করেন। মামলায় আরও দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।মামলার অপর দুই আসামিরা হলেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের মৃত সৈয়দ আবুল হোসেনের ছেলে হুমায়ুন কবির এবং গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২ নম্বর সিঅ্যান্ডবি) এলাকার মৃত হাছেন আলীর ছেলে আব্দুল মালেক।
বাদী শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সভাপতি। তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
বাদীর অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে শ্রীপুর উপজেলার ৭ নম্বর কেওয়া এবং মুলাইদ মৌজার বিভিন্ন খতিয়ানভুক্ত আনুমানিক ২০ একর জমি বিক্রির বিজ্ঞপ্তি প্রদান করেন তিনি। এর জের ধরে অভিযুক্তরা জমি জবরদখলের জন্য তৎপর হয়ে ওঠেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ মে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাদীকে তার নিজ বাসা মাওনা চৌরাস্তা থেকে একটি বড় মাইক্রোবাসে করে গাজীপুরের সাবেক পুলিশ সুপার ও মামলার প্রধান আসামি হারুন অর রশিদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত হারুন বাদীকে মাওনা চৌরাস্তা তেলিহাটি মুলাইদ মৌজার ৩.২৯৬ একর জমি মামলার আরেক আসামি হুমায়ুন কবিরের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তাতে অস্বীকৃতি জানালে জয়দেবপুর থানায় বাদীকে একটি মিথ্যা মামলায় রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে কাজল ফকিরকে ওই জমি আসামি হুমায়ুন কবিরের নামে রেজিস্ট্রি করে দিতে বলা হয়।
বিবরণে আরও জানা যায়, মামলা থেকে মুক্তি দিতে বাদীর কাছ থেকে ৭ কোটি টাকা দাবি করা হয়। অন্যথায় বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। উপায় না পেয়ে তিনি স্বজনদের কাছ থেকে ধারদেনা করে দুই দিন পর আসামিদের ৭০ লাখ টাকা দেন। এ ঘটনার পর থেকে বিগত ৭-৮ বছর যাবৎ তাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা, হামলা ও হয়রানি করে আসছে অভিযুক্তরা, এমন অভিযোগ করেন কাজল ফকির।
মামলার বাদী কাজল ফকির জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আসামিরা পলাতক। তাই এখন তিনি তার জমির দখল ফিরে পেয়েছেন।
প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আল মামুন নামের এক ব্যক্তিকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ সাত জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী শাহীন আল মামুন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদসহ সাত জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে অপহরণ ও মুক্তির দাবির অভিযোগে মামলার আবেদন করেন। আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত