চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১২
চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন কমছে তাপমাত্রা। এছাড়া চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
এ জেলার ওপর দিয়ে টানা তিনদিন শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। যা এ শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। দিনে সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। যার কারণে শীত অনুভূতও হচ্ছে বেশি। তবে আবহাওয়া নিয়ে আছে সুসংবাদও। কারণ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলছে, তাপমাত্রা সামান্য বেড়ে আজকালের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে যাবে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ টানা তিনদিন ধরে অব্যাহত রয়েছে। আজকালের মধ্যে শৈত্যপ্রবাহ বিদায় নিতে পারে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে, তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পেরে পারে।
তিনি আরও জানান, আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৮ শতাংশ। পরে সকাল ৯টায় সামান্য একটু কমে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।
নাম প্রকাশ না করেই এক হোটেল শ্রমিক বলেন, অনেক কুয়াশা, সকালে উঠতে কষ্ট হয়। দোকানে ব্যবসা-বাণিজ্য ভালো নেই। এরকম থাকলে আমরা সংসার চালাবো কী করে, চিন্তায় আছি।
শান্তি মিয়া নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, চুয়াডাঙ্গায় কয়েকদিন থেকে প্রচুর শীত পড়ছে। এখনই যদি এ অবস্থা হয়, তাহলে সামনের দিন আরও কঠিন হবে। নিজের এবং পরিবারের ছোট বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া খুবই কষ্টকর।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসেছে শীত। এ সময় তাপমাত্রার পারদ ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে। হঠাৎ গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে এ জেলায় শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। এরপর শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর আজ রোববার তাপমাত্রা কিছুটা বেড়ে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত