চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১৫:৩০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

চীনের সাবেক নেতা জিয়াং জেমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিয়েনআনমেন স্কয়ার আন্দোলনের পর তিনি ক্ষমতায় এসেছিলেন।  চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় বুধবার বিকেলে এ খবর জানিয়েছে।  

গত কয়েক দশকের ইতিহাসে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি একাধিক মেয়াদে চীনের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে চীন উচ্চগতির প্রবৃদ্ধি দেখেছিল।  

গত কয়েক দশকের ইতিহাসে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি একাধিক মেয়াদে চীনের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে চীন উচ্চগতির প্রবৃদ্ধি দেখেছিল।  

তার তত্ত্বাবধানে ১৯৯৭ সালে শান্তিপূর্ণভাবে হংকং হস্তান্তর হয়। ১৯৯৯ সালে ধর্মীয় সম্প্রদায় ফালুন গং-কে কঠোর হস্তে দমনের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন।   

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত