চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:১১ | আপডেট : ৩ এপ্রিল ২০২৫, ২০:২৪

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পৌনে ৯টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। আর রাহাত আরা বেগম র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। এই হাসপাতালেই কিছুদিন আগে তার অস্ত্রোপচার করা হয়েছিল।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত সঞ্চালনেও জটিলতা সৃষ্টি হয়েছিল তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। ফলোআপ চিকিৎসার জন্য তাকে কিছুদিন পরপর সিঙ্গাপুর যেতে হয়।
বিএনপি মহাসচিব বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত