চা পাতা ফেলে না দিয়ে ব্যবহার করুন রূপচর্চায়!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১২:২০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬

চা বানানোর পর ব্যবহৃত চা পাতা ফেলে দিই আমরা। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, এই চা পাতা কাজে লাগিয়ে পেতে পারেন উজ্জ্বল ও দাগহীন ত্বক। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে গ্রিন টি ব্যবহার করবেন।
 

  • বলিরেখাহীন ত্বকে পেতে চাইলে গ্রিন টি এর স্ক্রাব ব্যবহার করতে পারেন। ব্যবহৃত গ্রিন টি এর পাতার সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে ত্বকে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • চা পাতার সঙ্গে টক দই, মধু ও হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর
  •  গ্রিন টি এর ব্যবহৃত ব্যাগ ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ত্বকে ম্যাসাজ করুন। ত্বকের ক্লান্তি দূর হবে।
  • চা পাতার সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বক হবে মসৃণ।
  • ডার্ক সার্কেল দূর করতে গ্রিন টি এর ঠান্ডা ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন ১৫ মিনিট। প্রতিদিন ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে চোখের আশেপাশের কালচে দাগ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত