চালের বস্তায় পলিব্যাগ ব্যবহার, বাগেরহাটে দুই ব্যবসায়িকে জরিমানা 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৯:২৮ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৫২

বাগেরহাটের শরণখোলায় চালের পণ্যের মোড়কে পাটের বদলে নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারের অপরাধে ২ ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(১৮আগস্ট) দুপুরে উপজেলার রায়েন্দা বাজারের বিভিন্ন চাল গুদামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, গুদামের মালিক মোঃ নজরুল ইসলাম ও মোঃ মুকুল আহমেদ।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তাদের গুদামে থাকা চালে পাটের বস্তা ব্যবহার না করে পলিব্যাগ ব্যবহার করা হয়েছে। এই অপরাধে দুইজনকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাটের ব্যাগ ব্যবহারে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছে। প্রচলিত আইন বাস্তবায়নে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত