চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৩:৫০ | আপডেট : ৩ এপ্রিল ২০২৫, ১০:৪৫

রাজধানীর সবুজবাগে রঞ্জু (৪৫) নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ থানাধীন একটি খালি প্লট থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার গলায় গামছা পেঁচানো অবস্থায় গিট দেওয়া ছিল।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই চালককে শ্বাসরোধে হত্যা করে উক্ত স্থানে লাশ গুমের জন্য ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়ে গিয়েছিল। বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। শরীরে পোকামাকড় ধরে গিয়েছিল।
এসআই আরো বলেন, নিহতের নাম রঞ্জু। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। কয়েক দিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত