চাঁদপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬
চাঁদপুরে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার দুপুরে চাঁদপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
গ্রেফতারকৃতরা হলো– মতলব উত্তর উপজেলার বাপ্পি (২১), মোঃ হাসান আহাম্মেদ (২৮) ও মোঃ রাজিব (২১)। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, ডিসি অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনার পর ছায়া তদন্ত করে সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সাথে আন্তঃজেলার দেড় শতাধিক চোরচক্র জড়িত। বাকিদের গ্রেফতারের জন্য তদন্তের কাজ চলছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত