চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৬:৫০

বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিক্ষোভ করছেন শ্রমিকরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে প্যাসিফিক জিন্স লিমিটেড, জে জে মিলস প্রাইভেট লিমিটেড ও মেরিগো নামে তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের মুখে বেতন বাড়ানোর আশ্বাস দেয় প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ। এরপরও বাকি দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। জানা যায়, নতুন কাঠামো অনুযায়ী বেতন না হওয়ার অভিযোগ তুলে প্রথমে প্যাসিফিক জিন্স ও পরবর্তীতে বাকি দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, যারা নতুন, তাদের বেতন বাড়িয়েছে ৪ হাজার ৫০০ টাকা। কিন্তু পুরাতন শ্রমিকদের বেতন বাড়িয়েছে ৩ হাজার টাকা। কারো কারো ক্ষেত্রে বেতন বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা। এ ধরনের বৈষম্য তারা মানবেন না। দাবি না মানলে কাজ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 

এর আগেও গাজীপুরে পোশাক শ্রমিকদের সরকার-নির্ধারিত বর্ধিত মজুরি কার্যকর না হওয়া এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে যায়। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত