চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে ৪ জন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৫:৫৩ | আপডেট : ৩ অক্টোবর ২০২৪, ২৩:৩১
চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।
স্বদেশ গুহ নামে পতেঙ্গা থানা এলাকার একজন জানান, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ওই বোটে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত