চট্টগ্রামে পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কৃষক বেলাল হোসেন (৫৩) খুনের ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ হেলালকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের বউ বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার করা হত্যা মামলায় পুলিশ আজ বুধবার তাঁকে আদালতে পাঠাবে।
বেলাল হোসেনের বাড়ি উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে। হেলাল নিহত বেলালের চার ছেলের মধ্যে তৃতীয়। 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম বলেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে ভাটিয়ারী-হাটহাজারী সড়কের বউ বাজার এলাকা থেকে হেলালকে আটক করা হয়। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের ঝগড়া হয়। ঝগড়ার সময় বাবার হাতে কাস্তে এবং ছেলের হাতে ছুরি ছিল। একপর্যায়ে বাবার কাস্তের আঘাতে ছেলের হাতের একটি আঙুল কেটে যায়। এ সময় বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করেন ছেলে। আহত অবস্থায় বাবা বেলাল হোসেনকে স্থানীয় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত