গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি হয়ে আছি, সুষ্ঠু তদন্তের দাবি: মেয়র সাদিক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২০:০৫ | আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:০৩

বরিশালের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আমি দায়ী হলে আমারও বিচার হবে।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাদিক আব্দুল্লাহ দাবি করেন, তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি।
ব্যানার-পোস্টার ছেঁড়ার বিষয়ে তিনি বলেন, আগস্ট মাসের ব্যানার-পোস্টার লাগানো এবং খোলার কাজ দলের লোকেরই।
ইউএনওকে সরকারি চাকরিজীবী উল্লেখ করে তিনি বলেন, দলের ব্যানার-পোস্টার লাগানো বা খোলার ব্যাপারে বাধা দেয়ার তিনি কেউ নন।
মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি হয়ে আছি, আমার বাসা ঘেরাও করে রাখা লাগবে না। আমাকে বললেই আমি থানায় হাজির হয়ে যাব।’
এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে রাজনৈতিক ব্যানার-পোস্টার ছেঁড়া আর তাতে ইউএনও'র বাধা এমন ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল সদর উপজেলা চত্বর। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সিটি করপোরেশনের কর্মীদের সাথে দফায় দফায় চলে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে হামলা হয় ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে।
এ ঘটনায় পৃথক দু’টি মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত