গোপালপুরে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৭:৪১ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:০১
মেহেরপুর এলজিইডির উদ্যোগে, অধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নামফলক উম্মোচন করে গোপালপুর গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বুধবার বিকেলে নামফলক উম্মোচন করে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। ৩৮ লক্ষ ৮৬ হাজার ৪৯৮ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত