গুলি করে আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১২:৪২ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে তারা গুলি করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু গুলি করে আন্দোলন দমানো যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করব।’
সোমবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। গায়েবানা জানাজা পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে আমাদের গণতান্ত্রকামী মানুষের রক্ত ঝরেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বিনা উসকানিতে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু তাই নয়, গুলি করে শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলি বর্ষণ করে জানান দিয়েছে পুলিশ দিয়ে— নির্যাতন করে, গুলি বর্ষণ করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে কখনও ভয় করবে না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েও লড়বে তারা।’
আমরা আব্দুর রহিমের রক্তকে বৃথা যেত দিতে পারি না উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়ে আরও গতিশীল হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত