গ্রেফতার ২

গুলশানে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৫:২৭ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-কামাল উদ্দিন (৪৮) এবং আরিফুল ইসলাম (৩২)।

রোববার রাতে গুলশান-২ এর ৫০ নম্বর রোডের ৬ নম্বর হাউজে থাকা কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে একটি হোটেলে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, অভিযানের সময় ১১ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, অনেকদিন ধরেই তারা মাঝেমধ্যে আবাসিক হোটেলটিতে ডিজে পার্টির আয়োজন করতেন। সেখানে অভিজাত শ্রেণির তরুণ-তরুণীরা অংশ নিতেন। অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করতেন। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিন।

এ ঘটনায় পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত