গুজরাটে বিধানসভার প্রথম দফা ভোট গ্রহণ চলছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ১০:১৪ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪

ভারতের গুজরাটে বিধানসভার প্রথম দফা ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮ টায় শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকাল ৫ টা পর্যন্ত। 

মোট ১৮২ আসনের মধ্যে প্রথম দফায় ১৯ জেলার ৮২টি আসনে ভোট হবে। ক্ষমতাসীন বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। টিকে থাকার লড়াইয়ে জোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেসও। দ্বিতীয় দফায় আগামী ৫ ডিসেম্বর বাকি ৯৩ আসনের ভোট নেয়া হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। 

গত ২৭ বছর ধরে গুজরাটের মসনদে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে টানা ৭ম বারের মতো জয়ের রেকর্ড সৃষ্টি করবে তারা। 

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জরিপে বিজেপি’র টানা সপ্তমবারের মতো রেকর্ড সৃষ্টি করে রাজ্যের ১৮২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পূর্বাভাস পাওয়া গেছে।

প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টিকে (এএপি) পরাজিত করবে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি’র সবচেয়ে ইতিবাচক দিক হল ভোটারদের কাছে মোদীর গ্রহণযোগ্যতা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত