গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে মুন্সীগঞ্জে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

  শাহনাজ বেগম মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:৪৩ |  আপডেট  : ৯ মে ২০২৫, ১৭:০১

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক-প্রযোজক ও গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে মুন্সীগঞ্জে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

গত শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বিক্রমপুর কালচারাল মিডিয়া আয়োজিত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক-প্রযোজক ও গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এক সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়৷

  সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই শাহ আলম মৃধা৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. শহীদ-ই-হাসান তুহিন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এড. সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও গীতিকবি যাকির সাইদ এবং এম এ রশিদ ৷ অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিক্রমপুর কালচারাল মিডিয়ার সভাপতি ওস্তাদ সৈয়দ মোতালেব৷

সংগীত পরিবেশন করেন শিল্পী মজিবুর রহমান বাবুল, শাহানূর, নাজির হোসেন ঢালী, সূর্বণা রানী হালদার, অমানি ইসলাম মহিমা, ঈশিতা দাস, সংগীতা দাস এবং শিশু শিল্পী মাধুর্য সূত্র ধর প্রমূখ৷ তবলায় সংগত করেন গৌতম মুখার্জী, অসিত চক্রবর্তী, রবীন্দ্র আচার্য, রুবেল সরকার৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনু ইসলাম৷ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত