গাজীপুরের কালিয়াকৈরে সুতার কারখানায় আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১১:০২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০১:০১

জেলার কালিয়াকৈরে একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রাখতে পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৫মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত