গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:১১ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। শনিবার (১০ আগস্ট) ফিলিস্তিনি সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এই হামলা হয়েছে- একারণে হতাহতের সংখ্যা অনেক।
অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সেন্টারে বিমান বাহিনী হামলা চালিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত